আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে ছয় দল নিয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। যেখানে ভারতকেই ফেবারিট হিসেবে দেখছেন সাবেক পাক অধিনায়ক সালমান বাট।
তবে নিজ দেশ পাকিস্তানকেও পিছিয়ে রাখছেন না বাট। এশিয়ার অন্যতম শক্তিশালী দল ভারতকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই তো ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল বাবর-রিজওয়ানরা। ফলে শিরোপার দাবি থেকে বাদ দেয়া যাচ্ছে না তাদেরও।
বাট বলেন, ‘সবাই জানে নিজেদের দিনে পাকিস্তান কতটা ভয়ংকর। টি-টোয়েন্টি ক্রিকেট হলো এমন একটা ফরম্যাট যেখানে ভালো জুটি আপনার ম্যাচের ভাগ্যটাই বদলে দিতে পারে। সেই দিনের ওপর সবকিছু নির্ভর করছে।’
এ বিষয়ে পাকিস্তানের সাবেক এ অধিনায়ক বলেন, ‘আফগানিস্তান আসরের অন্যতম ডার্ক হর্স। বাংলাদেশও মাঝেমধ্যে ভালো ক্রিকেট খেলে। তবে অন্যান্য দিনে খুব খারাপ খেলে।’
সূত্রঃইন্টারনেট
About Author
0 Response to "এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন বাট"
Post a Comment