Ad1

ইউটিউবে কত ভিউতে কত টাকা


শুরুতেই বলে রাখি ইউটিউব কিন্তু ভিউয়ের জন্য জন্য কোন টাকা পেমেন্ট করে না। এখন অনেকের মনে প্রশ্ন আসে তাহলে টাকাটা আমাদের কাছে কোথা থেকে আসে? এর উত্তর হচ্ছে: আমরা ইউটিউব থেকে আর্ন করার জন্য গুগল এডসেন্সে এপ্লাই করে থাকি। এবং আমাদের ভিডিওতে একটা নির্দিষ্ট পরিমাণ ভিউ সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম হওয়ার পর থেকে আমাদের ভিডিওতে google এড শো করায়। এবং এই এড দিতে যখন ক্লিক করা হয় এবং ভিউ হয় তখনই মূলত আমরা আর্ন করে থাকি বা ইনকাম করে থাকি।


ইউটিউবে কত ভিউতে কত টাকা
ইউটিউবে কত ভিউতে কত টাকা


আপনার ভিডিওটি যদি বাংলাদেশ, ভারত, নেপাল, এশিয়ার এই কান্ট্রিগুলো থেকে ভিউ আসে তাহলে আপনার আর্নিং টা এক রকম হবে। আবার যদি আমেরিকা কিনবা কানাডা থেকে ভিউ আসে তাহলে আপনার আর্নিং টা আর একরকম হবে।



বাংলাদেশ থেকে যদি আপনার ভিডিওতে একটি অ্যাড শো হয় সে ক্ষেত্রে আপনি হয়তো বা ২ টাকা থেকে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত পাবেন। আর সেই সেম ভিডিওতে যদি আপনার ইউনাইটেড স্টেজ থেকে কোন লোক ভিউ করে তাহলে কম করে হলেও আপনি ১ থেকে ২ ডলার পাবেন।



সে ক্ষেত্রে কিন্তু আপনার এই ১-২ ডলারের আর্নিং হয়ে যাচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা। বাট বাংলাদেশে কিন্তু সেই ২ থেকে ১০ টাকায়। এটি মূলত বেসিক পার্থক্য আশা করছি আপনি এবার জিনিসটি খুব সহজেই বুঝতে পেরেছেন।


তাই আমরা বলতেই পারি আপনার ভিডিওতে এক্সজাক কি পরিমান ইনকাম হবে। সেটি সম্পূর্ণ ডিপেন্ড করছে কি কোম্পানি আপনার ভিডিওতে অ্যাড দিচ্ছে। অর্থাৎ সেই এডভেটাইজটিকে আপনার চ্যানেলে দেয়ার জন্য ইউটিউব কে ওই কোম্পানি কত টাকা পেমেন্ট করছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ওই ভিডিওটি কোন জায়গা থেকে দেখা হচ্ছে। মূলত এই দুইটা মেইন জিনিসের ওপরেই ডিপেন্ড করছে আপনার ইনকাম।


সূত্র:অনলাইন

Report Print

About Author


0 Response to "ইউটিউবে কত ভিউতে কত টাকা"

Post a Comment