Ad1

ভাঁজ করা ফোন আসলো মটোরোলা


ভাঁজ করে ব্যবহারের উপযোগী স্মার্টফোন তৈরি করেছে মটোরোলা। নমনীয় পর্দার ফোনটি চাইলে কবজিতে মুড়িয়েও ব্যবহার করা যায়। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ‘লেনোভো টেক ওয়ার্ল্ড’ সম্মেলনে নতুন ফোনটি প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি।


মটোরোলার নতুন ফোন

মটোরোলার তথ্যমতে, ভাঁজ করা এবং খোলা অবস্থায় ফোনটির পর্দার আকার যথাক্রমে ৪ দশমিক ৬ ইঞ্চি ও ৬ দশমিক ৯ ইঞ্চি। এইচডি (হাই-ডেফিনেশন) প্লাস পিওএলইডি (প্লাস্টিক অরগানিক লাইট এমিটিং ডায়োড) প্রযুক্তির ফোনটির পর্দাজুড়ে ছবি দেখার সুযোগ থাকায় সহজেই বিভিন্ন অ্যাপ ব্যবহারের পাশাপাশি ভিডিও কলও করা যাবে।




ভাঁজ করা মটোরোলার ফোন


অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা পিওএলইডি ডিসপ্লে কনসেপ্ট ফোনটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি মটোরোলা। এমনকি কবে নাগাদ এটি বাজারে আসবে বা এর দাম কত হবে, সে বিষয়েও কোনো তথ্য জানা নি প্রতিষ্ঠানটি।

সূত্র: গ্যাজেটস ৩৬০

Report Print

About Author


0 Response to "ভাঁজ করা ফোন আসলো মটোরোলা"

Post a Comment