এই বিশ্বকাপের শুরু থেকেই ম্যাচের আগে-পরে বাকি সব দলের অধিনায়কেরা সংবাদ সম্মেলনে নিয়মিত। একমাত্র ব্যতিক্রম হয়ে ছিলেন সাকিব। বাংলাদেশের প্রথম চারটি ম্যাচে তাঁর দেখাই পায়নি কেউ। টানা তিন ম্যাচ হারার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রথম। এরপর সাত দিনের মধ্যে তিনবার।
দল যখন পরাজয়ে পরাজয়ে বিপর্যস্ত, সেমিফাইনাল খেলার স্বপ্ন মিলিয়ে গেছে দূর দিগন্তে, সংবাদ সম্মেলন যেন কাঠগড়া—সাকিব সিদ্ধান্ত নিলেন, বাংলাদেশের জন্য এই ভগ্নমনোরথ বিশ্বকাপের দায়দায়িত্ব তাঁকেই নিতে হবে। আমি অধিনায়ক, ঝড় যা যাওয়ার আমার ওপর দিয়েই যাক।
আজ ইডেন গার্ডেনে বাংলাদেশের প্রতিপক্ষের অবশ্য চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে কোনো মাথাব্যথা নেই। অঙ্কের হিসাবে হলেও এখনো পাকিস্তানের সেমিফাইনাল খেলার আশা আছে, এটা তো অবশ্যই একটা কারণ। তার চেয়েও বড় কারণ, ১০ দলের মধ্যে ১০ নম্বর হলেও স্বাগতিক হিসেবে তারা ঠিকই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে।
বিশ্বকাপের প্রথম সাত দল আর পাকিস্তান, এই হলো চ্যাম্পিয়নস ট্রফির আট দল। পাকিস্তান ওপরে থাকলে কোয়ালিফাই করবে ৮ নম্বর দলটিও।
বোর্ডের অপেশাদারত্ব, মাঠের বাইরের বিতর্ক—এসবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মিল আছে। তা আরও বেশি মিলে গেল ব্র্যাডবার্নের কথায়। মাত্র মাস ছয়েক আগে দায়িত্ব নিয়েছেন।
এই বিশ্বকাপে ভালো করতে যেখানে চার বছর আগেই সবকিছু ঠিক করে ফেলা উচিত ছিল। মিলটা বুঝতে পারছেন তো? চন্ডিকা হাথুরুসিংহের মুখেও কি আপনি একই কথা শোনেননি!
সূত্র:প্রথম আলো
About Author
0 Response to "সব বুক পেতে নিচ্ছেন সাকিব"
Post a Comment