Ad1

বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পেলেন এমি মার্টিনেজ


এমি মারৃটনেজ কাতার বিশ্বকাপে করেছিলেন অনবদ্য পারফরম্যান্স। প্রতিটি ম্যাচেই আর্জেন্টিনার গোলপোস্টের নিচে বিশ্বস্তের হাত হয়ে ছিলেন এমিলিয়ানো মার্তিনেস। আর ফাইনালে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়েছিলেন তিনি। যেকারণে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন মার্তিনেস।





কাতার বিশ্বকাপেও সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন তিনি। তাই আগেই ধারণা করা হয়েছিল, বর্ষসেরা গোলরক্ষক হতে চলেছেন তিনি। হয়েছে সেটাই। প্যারিসে বাবার হাত তবেকে ইয়াসিন ট্রফি নিয়েছেন মার্তিনেস।


এছাড়া সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফি জিতেছেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে বরুশিয়া ডর্টমুন্ডের হয়েই আলো ছড়িয়েছিলেন এই তরুণ। এবার রিয়ালে যোগ দিয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স করছেন তিনি। ইতিমধ্যে ১৩ ম্যাচে করেছেন ১৩


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন

Report Print

About Author


0 Response to "বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পেলেন এমি মার্টিনেজ"

Post a Comment