Ad1

হারের বৃত্ত ভাঙতে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

 ছয় ম্যাচে চার হার নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে পাকিস্তান। বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাবর আজমদের সামনে। তাই এই ম্যাচে জয় পেতে মরিয়া গ্রীন আর্মিরা। বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেই ঘুরে দাঁড়াতে চায় তারা। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে মাঠে নামবে এই দুই দল।



এদিকে এখন পর্যন্ত একদিনের ক্রিকেটে মোট ৩৮ বার মুখোমুখি হয় বাংলাদেশ-পাকিস্তান। এসব দেখায় টাইগারদের থেকে বেশ এগিয়ে রয়েছে পাকিস্তানিরা। এখন পর্যন্ত ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে তাদের জয় ৩৩টিতে । অপর দিকে বাংলাদেশের জয় মাত্র ৫টিতে। তবে বিশ্বকাপে দুই দলের লড়াই হয় সমানে সমান। এখন পর্যন্ত একদিনের বিশ্বকাপ ক্রিকেটে দুই বার মুখোমুখি হয় বাংলাদেশ-পাকিস্তান। দুই বারের দেখায় একটি করে জয় দুই দলের।


বিশ্বকাপে ১৯৯৯ সালে প্রথম বার মুখোমুখি হয় বাংলাদেশ-পাকিস্তান। সেই ম্যাচে শাহরিয়ার হোসেন ও আকরাম খানের ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। পরে বর্তমান টাইগাদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের বোলিং কল্যাণে ৬২ রানে জয় পায় বাংলাদেশ। এরপর এই টুর্নামেন্টে আবার মুখোমুখি হয় গেল আসরে। এই আসরে অবশ্য ৯৪ রানে হেরেছেন টাইগাররা। এছাড়া ওয়ানডে ফরম্যাটে সবশেষ এই দুই দল মুখোমুখি হয় গেল সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের সুপার ফোরে। সেই ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় পাকিস্তান।

সূত্র:ইত্তেফাক 

Report Print

About Author


0 Response to "হারের বৃত্ত ভাঙতে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান"

Post a Comment