Ad1

পাকিস্তানের বিরুদ্ধে আজ মাঠে নামবে বাংলাদেশ


বিশ্বকাপ ক্রিকেটে ইডেনের মাঠে আজ বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে কত আগ্রহ থাকতে পারত। কারা একাদশে নামবেন, সাকিব কী করবেন, রিয়াদ কী করবেন, পাকিস্তানের বাবর আজমকে কীভাবে আউট করতে হবে, রিজওয়ানকে কীভাবে ড্রেসিং রুমে ফেরাতে হবে, কলকাতার ইডেন গার্ডেনসে বেলা আড়াইটয় যখন টস করতে নামবেন সাকিব, তখন পিচের অবস্থা কেমন থাকবে, টস জিতলে ব্যাট না বোলিং নিলে ভালো হবে—এমন কতশত প্রশ্ন মুখে মুখে ঘুরে বেড়াত। আজ সেটা নেই। সেই আগ্রহের ফুল শুকিয়ে গেছে। 




দেশের ক্রিকেট-পাগল দর্শক হতাশ হয়েছে। সাকিব, হাথুরুসিংহের প্রতি শ্রদ্ধা নেই। সাধারণ মানুষ মনে করে, তাদের হাতে বিশ্বকাপ ক্রিকেটের স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে।


ইডেনের এই মাঠেই নেদারল্যান্ডসের মতো দলকে হারাতে পারেনি। যেখানে সবকিছুই বাংলাদেশের পক্ষে ছিল। ইডেনের চেনা পিচ, আউটফিল্ড, চেনা কন্ডিশন, পিচ তো মিরপুরের মতো। 


যেখানে খেলে খেলে এই ক্রিকেটাররা বড় হয়েছেন, সেই সব সুবিধা পেয়েও বাংলাদেশের ব্যাটাররা নেদারল্যান্ডসের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিলেন। এমন হতশ্রী দেশের মানুষের বুক ভেঙে দিয়েছে। সেই লজ্জার হারের পর মাঝে দুই দিন গেছে। আজ আবার সেই মাঠেই খেলা। এবার তো শক্তিশালী পাকিস্তান।


বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবে কি না, সেটা নির্ভর করছে আগামী তিন ম্যাচের ওপর, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। সেখানেও জয় পেতে হবে। গতকাল কলকাতায় সংবাদ সম্মেলনে আসা অধিনায়ক সাকিব আল হাসান চ্যাম্পিয়ন ট্রফির টার্গেটের কথা জানিয়ে গেছেন।


সূত্র:ইত্তেফাক

Report Print

About Author


0 Response to "পাকিস্তানের বিরুদ্ধে আজ মাঠে নামবে বাংলাদেশ"

Post a Comment