শাখার রেজাল্ট দেখার আপনার জন্য এখানে প্রস্তুত করা হয়েছে। আপনি যদি বিয়ান সাগরের জল দেখতে চান। তাহলে আপনি নিজের মতো করে দেখতে পারেন।
Eboardresults.com থেকে কারিগরি বোর্ডের এইচএসসি বিএম রেজাল্ট ২০২২ দেখুন
- প্রথমে নিচের ওয়েবসাইটে প্রবেশ করুন।Eboardresults.com
- Examination থেকে HSC/Alim/Equivalent সিলেক্ট করুন।
- Year থেকে 2022 সিলেক্ট করুন।
- Board থেকে Technical Board সিলেক্ত করুন।
- Result Type থেকে Individual Result সিলেক্ট করুন।
- Roll এর বক্সে আপনার রোল নাম্বারটি লিখুন।
- Registration এর বক্সে আপনার রেজিষ্ট্রেশন নম্বরটি লিখুন। এটি না লিখলেও চলবে। তবে বিস্তারিত মার্কশিট নম্বর দেখতে চাইলে অবশ্যই আপনাকে রেজিষ্ট্রেশন নম্বরটি দিতে হবে।
- Security Key (4 digits): এখানে একটি ইমেজে চার ডিজিটের অক্ষরগুলি দেখতে পাবেন। বোঝা না গেলে নিচের Reload বাটনে ক্লিক করুন। তারপর শব্দগুলো সামনের বক্সে সঠিকভাবে লিখুন।
- সর্বশেষ নিচের Get Result বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে কয়েক সেকেন্ডের ভেতরেই আপনার কারিগরি বোর্ডের এইচএসসি বিএম পরীক্ষার রেজাল্ট মার্কশিট নম্বর সহ দেখতে পাবেন।
এস এম এস পাঠিয়ে কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি বিএম পরীক্ষার রেজাল্ট দেখে নিন।
- মোবাইলের মেসেজ অফশনে প্রবেশ করুন।
- এবার ইংরেজী ক্যাপিট্যাল লেটারে লিখুন “HSC BM”
- একটু ফাকা করে আবার লিখুন “TEC”
- একটু ফাকা করে ইংরেজী সংখ্যায় আপনার “HSC BM Roll Number” লিখুন।
- আবার ফাকা করে এইচএসসি বিএম পরীক্ষার সাল ইংরেজী সংখ্যায় লিখুন।
- সর্বশেষ মেসেজটি পাঠিয়ে দিন “16222” এই নম্বরে।
- উদাহরনঃ HSC BM TEC 150656 2022 লিখে পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।
নোট:রোল ও রেজিঃ নাম্বার ঠিক করে চেক করে নিন।
0 Response to "BM (বিএম) শাখার রেজাল্ট দেখার নিয়ম"
Post a Comment